Previous Year ( পূর্ববর্তী বছর ) ধারা 2 (34 ) এবং 3

Previous Year ( পূর্ববর্তী বছর ) ধারা 2 (34 ) এবং 3

ভারতীয় আয়কর আইনের 3 নং ধারা অনুযায়ী কর নির্ধারণ বছরের আগের আর্থিক বছরকে Previous Year বা পূর্ববর্তী বছর  বলে । Previous Year বা পূর্ববর্তী বছর 1লা  এপ্রিল 2014 শুরু হয় ও  31শে মার্চ  2015 শেয় হয় অর্থাৎ 12 মাসের সময়কালকে বোঝায় । 
 
বৈশিষ্ট : 

1) সাধারণভাবে  Previous Year বা পূর্ববর্তী বছরের মেয়াদকাল পূর্ববর্তী বছরের 1লা এপ্রিল থেকে শুরু হয়  ও শেষ হয় 31শে মার্চ।

2) Previous Year বা পূর্ববর্তী বছর কর নির্ধারণ বছরের থেকে এক বছর পিছিয়ে থাকে ।

3) Previous Year বা পূর্ববর্তী বছর  এক জন কর দাতার কাছে খুবই গুরুত্বপুর্ণ।কারন ২টি বিষয়ের  উপর নির্ভর করতে হয় । যথা,

( ক )  পূর্ববর্তী বছরের করদাতার আবাসিক মর্যাদা। এবং

( খ )  পূর্ববর্তী বছরে করদাতার  মোট আয় ।