Classification of Assessee (করদাতাদের শ্রেণীবিভাগ)


করসংগ্রহের পরিধি বিস্তারের জন্য আয়কর আইনে করদাতাদের বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা হয়েছে এবং বিভিন্ন শ্রেণীর বিভিন্ন কর হারও (Tax Rate) স্থির করা হয়েছে । করদাতাদের শ্রেণীবিভাগ দুটি বিষয়ের উপর ভিত্তি করে করাহয় । যথা- (ক) তাদের ব্যক্তিগত মর্যাদা (Personal status) ও (খ) আবাসিক মর্যাদা (Residential status)।

করদাতাদের শ্রেণীবিভাগ
ব্যক্তিগত মর্যাদা অনুসারে (According to Personal Status)
আবাসিক মর্যাদা অনুসারে (According to Residential Status)

আবাসিক  (Resident)
অনাবাসিক (Non- resident)
. ব্যক্তিবিশেষ (Individual)
. সাধারণভাবে আবাসিক

. হিন্দু অবিভক্ত পরিবার (HUF)
. সাধারণভাবে আবাসিক নয়

. কোম্পানি (Company)


. অংশিদারী প্রতিষ্ঠান (Firm)


. ব্যক্তিবর্গের সমিতি (AOP/BOI)


. স্থানীয় কর্তৃপক্ষ (Local authority)


. কৃত্রিম অইনানুগ ব্যক্তি (Artificial juridical person)