করদাতা ( Assessee )- ধারা 2(7)
ভারতীয় আয়কর আইন অনুসারে একজন করদাতাকে তার প্রাপ্ত আয়ের উপর কর দিতে হয়। আইনের 2(7)নং ধারা অনুসারে করদাতা বলা হবে যদি,
ক) যে ব্যক্তির দ্বারা কোনো কর প্রদান করা হয় ।
খ) যে ব্যক্তির দ্বারা সুদ বা জরিমানা বাবদ অর্থ প্রদান করা হয় ।
গ) যে ব্যক্তির দ্বারা অতিরিক্ত সুবিধা কর (Fringe Benefit Tax) প্রদান করা হয় ।