Casual Income ( আকস্মিক আয় )- ধারা নং 10(3)

সাধারণভাবে আকস্মিক আয় বলতে অপ্রত্যাশিত আয়কে বোঝায় । এমন আয়ের সম্বন্ধে আগে থেকে কোনো অনুমান করা যায় না । এই প্রকার আয়ের প্রধান বৈশিষ্ট হল এসব আয় বারে বারে হয় না অর্থাৎ অপৌনঃপুনিক প্রকৃতির । 

উদাহরণ স্বরুপ বলা যেতে পারে, 

1) লটারি থেকে প্রাপ্ত ,

2) টি.ভি গেম শো,  

3) প্রাপ্ত পুরস্কার 

4) তাস বাজি জেতা 

5) ঘোড়া দৌর বাজি জেতা ইত্যাদি ।বর্তমানে এইরুপ আয় সম্পর্ণভাবে করযোগ্য ।