Features of Total Income ( মোট আয়ের বৈশিষ্ট্য )

                                              

  মোট আয়ের বৈশিষ্ট্য  

মোট আয়ের যে  বৈশিষ্ট্য (Features) আছে সেগুলি নিচে আলোচনা করা হল-

১) একজন নির্ধারীর মোট আয়ের উপর সাধারনত আয়কর ধার্য করা হয়। এই জন্য এটিকে করযোগ্য আয়ও বলা হয় ।

২) সমগ্র মোট আয় থেকে আয়কর আইনের VI-A অধ্যায়ের ছাড় অর্থাৎ 80C থেকে 80U অন্তর্গত ছাড় বাদ দিলে মোট আয় পাওয়া যায়।
৩) করদাতার পূর্ববর্তী বছরের মোট আয় যোগকরে কর নির্ধারণ বছরে মোট আয় হিসেব করা হয় ।

৪) করদাতার মোট আয়ের হিসেবের সময় আবাসিক মর্যাদার উপর নির্ভর করতে হয় ।

৫) 288A ধারা অনুসারে মোট আয় সবসময় পূর্ণসংখ্যায় ও 10টাকার গুনিতকে প্রকাশ করা হয় ।