লভ্যাংশ বলতে বোঝায় কোনো কোম্পানী লাভের যে অংশ কোম্পানীর শেয়ারহোল্ডারদের মধ্যে বন্টন করে। কোম্পানী আইনে লভ্যাংশ কেবলমাত্র লাভ থেকেই বন্টন করা যায়। অন্য কোনো উংস থেকে বন্টন করা যায় না। লভ্যাংশ ছাড়াও শেয়ারহোল্ডাররা কোম্পানী থেকে যদি অন্য কোনভাবে অর্থ পায় তাও লভ্যাংশ হিসাবে গন্য হবে। নীচের পাঁচ প্রকার অর্থপ্রাপ্তি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ হিসাবে গণ্য হবে, যথা-
ক) যদি কোম্পানীর সম্পত্তি থেকে মুনাফা বন্টন করা হয়
খ) যদি বোনাস, ডিবেঞ্চার, স্টক, ইত্যাদি বন্টন করা হয়
গ) কোম্পানীর সমাপনের আগে বন্টিত মুনাফা
ঘ) পুঁজি হ্রাসের জন্যে অর্থ বন্টিত হলে
ঙ) শেয়ারহোল্ডারদের ঋণ প্রদান করলে
বর্তমানে শেয়ারহোল্ডারদের ভারতীয় কোম্পানীর থেকে লভ্যাংশ পেলে কোনো কর দিতে হয় না। অন্যদিকে বিদেশী কোম্পানী থেকে প্রাপ্ত লভ্যাংশ করমুক্ত নয় এবং শেয়ারহোল্ডারদের এমন লভ্যাংশ প্রাপ্ত হলে কর দিতে হয়।
ঘ) পুঁজি হ্রাসের জন্যে অর্থ বন্টিত হলে
ঙ) শেয়ারহোল্ডারদের ঋণ প্রদান করলে
বর্তমানে শেয়ারহোল্ডারদের ভারতীয় কোম্পানীর থেকে লভ্যাংশ পেলে কোনো কর দিতে হয় না। অন্যদিকে বিদেশী কোম্পানী থেকে প্রাপ্ত লভ্যাংশ করমুক্ত নয় এবং শেয়ারহোল্ডারদের এমন লভ্যাংশ প্রাপ্ত হলে কর দিতে হয়।