মোট আয় ( Total Income ) - ধারা 2(45) & 5
আয়কর আইনের 2(45) ধারা অনুযায়ী মোট আয় বলতে বোঝায় নির্ধারীর সমগ্র মোট আয় (GTI) থেকে এই আইনের ছাড়গুলি যথা,80C থেকে 80U ধারার ছাড়গুলি বাদ দেওয়ার পর যে আয় পড়ে থাকে তাকেই নির্ধারীর 'মোট আয়' ( Total Income ) বলা হয় ।
উদাহরণ :
Calculation of Total Income
Gross total income A
Less- Deductions under
Chapter VI-A
i.e from Section 80c to 80U B
..................
Total Income A - B
....................